Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে করোনাপ্রতিরোধে ছিটানো হলো জীবানুনাশক


২৮ মার্চ ২০২০ ১৭:২৮

কুড়িগ্রাম: জেলায় করোনাভাইরাস প্রতিরোধে পৌরসভার উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ স্থানে জীবানুনাশক ছিটানো হয়েছে। সেনাবাহিনীও করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচার অব্যহত রেখেছে।

এছাড়াও জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠন হাট-বাজারসহ পাড়া-মহল্লায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জীবানুনাশক স্প্রে দেওয়া শুরু হয়েছে।

সেই সঙ্গে শহরের বিশেষ বিশেষ স্থানে পুলিশ ঘরের বাইরে না আসার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। যারা বিশেষ প্রয়োজনে ঘরের বাহিরে আসছে তাদের মাস্ক পরিধান নিশ্চিত করছে। কারও মাস্ক না থাকলে তাকে মাস্ক দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কর্মহীন মানুষের জন্য ১০ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। ৯টি উপজেলায় এসব বিতরণের প্রক্রিয়া চলছে।

করোনাভাইরাস কুড়িগ্রাম জীবাণুনাশক স্প্রে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর