Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা প্রতিরোধে রাজধানীতে জীবাণুনাশক স্প্রে করলো নৌবাহিনী


২৮ মার্চ ২০২০ ২৩:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় রাজধানীর বিভিন্ন এলাকায় নৌবাহিনীর তত্ত্বাবধানে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) নৌবাহিনীর সদস্যরা দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করেন।

এদিন মিরপুর ১৪ নম্বর, ইব্রাহিমপুর, কচুক্ষেত, ভাষানটেক ও তৎসংলগ্ন এলাকার প্রধান সড়ক, ফুটপাত, স্থানীয় বাজার, মসজিদসহ আশেপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম চালানো হয়।

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নৌ সদস্যরা রাজধানীর বনানী ও গুলশানের বিভিন্ন এলাকায় জীবাণুনাশক পানি ছেটানো কার্যক্রম পরিচালনা করেন।

বিজ্ঞাপন

এছাড়া ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা, মংলা এবং কাপ্তাইয়ে নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে দিনব্যাপী জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালিত হয়।

নৌবাহিনীর সদস্যরা জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করার পাশাপাশি বিভিন্ন প্রচারণা চালায়। সেইসাথে তারা করোনা প্রতিরোধে সচেতনতা তৈরী করতে স্থানীয়দের বিভিন্ন লিফলেট বিতরণসহ স্থানীয় ঈমামদের নানা পরামর্শ দিয়েছেন।

পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় গরীব, দুঃস্থ ও আসহায় মানুষদের মাঝে জীবাণুনাশক সাবান ও মাস্ক, চাল, ডাল, আলুসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় প্রশাসনের সাথে একাত্ম হয়ে নৌবাহিনী এ কার্যক্রম পরিচালনা করছে।

উল্লেখ্য, দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই কার্যক্রম চলমান থাকবে।

করোনাভাইরাস জীবাণুনাশক নৌবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর