সাতক্ষীরায় হোম কোয়ারেনটাইনে ২ হাজার ১৫৭ জন
২৮ মার্চ ২০২০ ২৩:২৪
সাতক্ষীরা: জেলায় গত ২৪ ঘণ্টায় বিদেশফেরত আরও ১০৬ জনকে নতুন করে হোম কোয়ারেরটাইনের আওতায় আনা হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত মোট ২ হাজার ১৫৭ জনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে।
এছাড়া কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে আরও ৭৩ জনকে।
সাতক্ষীরার ভোমরাস্থল বন্দরসহ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কেউ যাতে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবির টহল জোরদার করা হয়েছে।
ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিত সরকার জানান, ভারতে আটকে থাকা বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা নিজ দেশে ফিরতে পারছেন। তবে লক ডাউনের কারণে ভারতীয়রা তাদের দেশে ফিরতে পারছেন না।