Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুরিয়ার সার্ভিস-অনলাইনে অস্বাভাবিক লেনদেন নজরদারি করা হচ্ছে


২৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৪১

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: কুরিয়ার সার্ভিস, মোবাইল ব্যাংকিং এবং অনলাইনে অস্বাভাবিক লেনদেন নজরদারি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে নেওয়া এই কার্যক্রমের পাশাপাশি জালনোট প্রতিরোধ কার্যক্রম জোরদার করা হচ্ছে।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, জঙ্গি নিজে, জঙ্গিবাদের সমর্থক ব্যক্তি এবং জঙ্গিবাদের প্রতি সহানুভুতিশীল ব্যক্তি এতে অর্থায়ন করেন। এর বাইরে সব ধরনের অস্বাভাবিক লেনদেন নজরদারি করা হচ্ছে। যে কারণে দেশে জঙ্গিবাদের যে উত্থান হয়েছিল, এখন সেই পরিস্থিতি আর নেই। ক্রমান্বয়ে জঙ্গিবাদকে শেষ করে দেওয়া হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনী সফলতার সঙ্গে জঙ্গিবাদ মোকাবিলা করছে।

বৈঠকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে অর্থের অস্বাভাবিক লেনদেনে অসংগতি দেখতে বাংলাদেশ ব্যাংক ও আইন-শৃঙ্খলা সংস্থাগুলোকে অবহিত করতে বলা হয়। মোবাইল ব্যাংকিংয়ের কিছু আইন-কানুন রয়েছে, তার যেন কোনো ব্যতয় না হয়। তার ওপর নজরদারি রাখার বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়।

অনুষ্ঠানে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ জিএস/এমএইচ/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর