Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা রোগী বাড়লে কি আমরা খুশি হই, প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীর


২৯ মার্চ ২০২০ ১২:৪১

ফাইল ছবি

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, করোনাভাইরাস রোধে আমাদের প্রস্তুতি ছিল কি না। আমি বলতে চাই, আমরা জানুয়ারি মাস থেকেই প্রস্তুতি নিয়েছি। ঢাকায় ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে প্রস্তুতি নেওয়া হয়েছে। চিকিৎসকদের সুরক্ষার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

অনেকেই বলছেন, আমাদের দেশে সংখ্যা কম কেন? সংখ্যা বাড়লে কি আমরা খুশি হই?

বিজ্ঞাপন

করোনাভাইরাস পরিস্থিতিতে এক অনলাইন ব্রিফিংয়ে রোববার (২৯ মার্চ) স্বাস্থ্যমন্ত্রী এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয় যথেষ্ট কাজ করে যাচ্ছে। অনেকেই বলছেন, আগে থেকে প্রস্তুতি নিলে এ অবস্থা হতো না। স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু চিকিৎসার ব্যবস্থা করতে পারে। বিমানে যাতায়াত চলবে কি না, তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নয়। ইউরোপ-আমেরিকার বায়ার অর্ডার ক্যানসেল করছে, এটিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেখার বিষয় নয়।’

হাসপাতালে ভেন্টিলেটর সুবিধার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩৫০টি ভেন্টিলেটর আছে। আরও ২৫০টি ভেন্টিলেটর আসছে। বিশ্বের অনেক দেশেও এত ভেন্টিলেটর নেই।’

করোনা পরিস্থিতিতে সাধারণ ছুটি বাড়বে কি না এ বিষয়ে মন্ত্রী জানান, ছুটি বাড়বে কি না তা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।

তেজগাঁওয়ে আকিজ গ্রুপের হাসপাতাল তৈরিতে স্থানীয়দের বাধা দেওয়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘করোনা প্রতিরোধে সবাই এগিয়ে আসছে, এতে আমরা আনন্দিত। আকিজ গ্রুপ ভবন তৈরি করে দিতে চায়, তাতে সমস্যা না হয়, সেটা দেশবাসীর জন্যই সুবিধা হবে। আমাদের প্রয়োজন না হলে ব্যবহার করব না। আমাদের হাসপাতাল চিহ্নিত করা আছে। এরপরও প্রয়োজন হলে সেখানে রাখা যাবে। আমাদের মনে হয়, জনগণের সহনশীল হওয়া উচিৎ।’

বিজ্ঞাপন

করোনাভাইরাস জাহিদ মালেক স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর