কুড়িগ্রামে হোম কোয়ারেনটাইনে ৮৩ জন
২৯ মার্চ ২০২০ ১৮:২৪
কুড়িগ্রাম: জেলায় গত ২৪ ঘণ্টায় দুই জনসহ ৮৩ জনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। ইতিমধ্যে ২৩৭ জনের ১৪ দিনের হোম কোয়ারেনটাইন শেষ হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার ৯ উপজেলায় মোট ৫৪০ জন বিদেশফেরত এসেছেন। এদের মধ্যে ৩২০ জনকে হোম কোয়ারেনটাইনে রাখা সম্ভব হয়েছে।
রোববার (২৯ মার্চ) কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, যারা হোম কোয়ারেনটাইনে আছেন তারা সবাই সুস্থ রয়েছেন।
এছাড়া করোনা মোকাবিলার প্রস্তুতি হিসেবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় কুড়িগ্রাম জেলার জন্য ৬৫০ পিপিই পাওয়া গেছে। যা জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।