Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনা রোধে প্রয়োজনে অন্য দেশকেও সহায়তা করতে প্রস্তুত’


২৯ মার্চ ২০২০ ২০:৫১

ঢাকা: করোনাভাইরাস সংকট মোকাবিলায় অনেক দেশই বাংলাদেশের কাছ থেকে সহায়তা চেয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্ধুপ্রতিম দেশগুলোতে বাংলাদেশ যথাসম্ভব সহায়তা করবে বলেও জানান তিনি।

রোববার (২৯ মার্চ) বিকেলে বিকেলে ব্যবসায়ী নেতাদের সঙ্গে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয় অনুষ্ঠানে। এসময় অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কল্যাণ ও ত্রাণ তহবিলে অর্থ ও ২০ হাজার পিস পিপিই তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা সংকট মোকাবিলায় বিভিন্ন দেশ বাংলাদেশের কাছ থেকে সহযোগিতা চায়। এ ভাইরাসের সংক্রমণ রোধে প্রয়োজনে অন্য দেশকেও সহায়তা করতে বাংলাদেশ প্রস্তুত আছে। বাংলাদেশ নিজের সংকট মোকাবিলার পাশাপাশি বিদেশি বন্ধুদের যথাসম্ভব সাহায্য করবে।

আরও পড়ুন- ‘ঘাবড়ানো চলবে না, সরকার সবকিছু নিয়ে পাশে আছে’

প্রধানমন্ত্রী বলেন, বন্ধুপ্রতিম যেসব দেশ আমাদের কাছে সহযোগিতা চেয়েছে, আমরা তাদের সহযোগিতা করতে পারব। সেই সক্ষমতা আমাদের আছে। মানবিক কারণেই আমরা তাদের সহায়তা করব।

করোনাভাইরাস সংকট মোকাবিলায় চিকিৎসকসহ জরুরি সেবা যারা দিচ্ছেন, তাদের সুরক্ষা দেওয়ার কথাও বলেন শেখ হাসিনা। তিনি বলেন, করোনাভাইরাসের যারা চিকিৎসা দিচ্ছেন, সেই চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালের অন্যান্য সেবা যারা দিচ্ছে, তাদেরও সুরক্ষা দিতে হবে। জরুরি সেবা যারা দিচ্ছে, তাদের প্রত্যেকের সুরক্ষার ব্যবস্থা করতে হবে।

বিজ্ঞাপন

এই ভাইরাস সংক্রমণের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে সবাইকে যথাসম্ভব ঘরে থাকতে বলা হয়েছে। এ বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষকে শুধু আটকে রাখলে চলবে না, তাদের খাদ্যের ব্যবস্থাও করতে হবে। তাদের কাছে খাদ্য পৌঁছে দেওয়া জরুরি। প্রতিটি জেলা-উপজেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত খাদ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। আরও ব্যবস্থা নেব।

সবাইকে করোনা মোকাবিলায় আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আমরা কখনো হারিনি, আমরা কখনো হারব না— এই আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে। নিজেকে সুরক্ষিত রাখতে হবে, অন্যকে সুরক্ষিত রাখতে হবে। গত দুই দিনে নতুন করে আর কেউ শনাক্ত হয়নি, এটা ভালো লক্ষণ। এটা অব্যাহত থাকলে ভালো।

সৃষ্টিকর্তা সবাইকে মহাবিপদ থেকে পরিত্রাণ করবেন, সবাইকে সুরক্ষিত করবেন— এই প্রার্থনায় বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্য দেশকে সহায়তা করোনাভাইরাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সহায়তা কামনা সহায়তা কামনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর