চট্টগ্রামে শর্তসাপেক্ষে রেস্টুরেন্ট খোলার অনুমতি
২৯ মার্চ ২০২০ ২১:৫৭
স্পেশাল করেসপন্ডেন্ট
চট্টগ্রাম ব্যুরো: শর্তসাপেক্ষে নগরীতে রেস্টুরেন্ট খোলার অনুমতি দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
রোববার (২৯ মার্চ) সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান খাবার দোকান, বেকারি ও রেস্টুরেন্ট খোলা রাখার বিষয়ে নগরীর ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবু বক্কর সিদ্দিক সারাবাংলাকে বিষয়টি জানিয়েছেন।
ছয় দফা নির্দেশনায় বলা হয়েছে- শুধু খাবার সংগ্রহ করে বাসায় পার্সেল করে নেওয়া যাবে, রেস্টুরেন্ট বা দোকানের ভিতর খাবার খাওয়া যাবে না। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে রেস্টুরেন্টে আসা-যাওয়া করতে হবে। খাবার সংগ্রহের সময় নিরাপদ দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াতে হবে। রেস্টুরেন্ট বা খাবার দোকানকে কেন্দ্র করে কোনরূপ আড্ডা চলবে না। খাবার তৈরি থেকে বিক্রি পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে। প্রত্যেক খাবারের দোকানে প্রবেশ পথে হ্যান্ডওয়াশ বা স্যানিটাইজেশন ব্যবস্থা রাখতে হবে। খাবার পার্সেলে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৬ মার্চ থেকে দেশজুড়ে সাধারণ ছুটি চলছে। চট্টগ্রাম নগরীতে ওষুধ এবং মুদি দোকান ছাড়া হোটেল-রেস্টুরেন্টসহ সব প্রতিষ্ঠানই বন্ধ আছে।
সারাবাংলা/আরডি/এমআই