টোলারবাগে ১ হাজার পরিবারের মাঝে ডিএনসিসির খাদ্যসামগ্রী বিতরণ
২৯ মার্চ ২০২০ ২২:৫৯
ঢাকা: রাজধানীর মিরপুর-১ এর টোলারবাগে প্রায় এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ওই এলাকাতে লকডাউনে থাকা প্রায় ৪০০ পরিবারসহ আশপাশের দুঃস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষদের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রোববার (২৯ মার্চ) দুপুরে ডিএনসিসির নব-নির্বাচিত মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে এসব খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা উত্তরের ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফাসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিতরণ করা খাদ্যসামগ্রীতে ছিল- প্রতি পরিবারের জন্য পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, দুই কেজি আলু ও এক লিটার তেল।
এ সময় নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের ৫৪টি ওয়ার্ডেই এ ধরনের খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। তবে টোলারবাগ এলাকায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে এলাকাটি লকডাউন রয়েছে। তাই এলাকাকে বিশেষ গুরুত্ব দিয়ে আজ থেকে এ কার্যক্রম শুরু করলাম। লকডাউনে থাকা বাসিন্দারাসহ অন্যরাও এ সময়ে কিছুটা হলেও উপকৃত হবেন বলে আমার বিশ্বাস। আর সংকটকালীন জনগণের পাশে আছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
জানা গেছে, ১ কোটি ৭২ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ডিএনসিসি এলাকার প্রায় ২৮ হাজার ৮০০ পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। তবে এসব খাদ্য সামগ্রী পাবেন আর্থিকভাবে অস্বচ্চল ও নিম্ন আয়ের মানুষেরা। এছাড়া যারা করোনার কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। এ জন্য সাধারণ ওয়ার্ডের কাউন্সিলররা ৫০০ পরিবারের এবং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলররা ১০০ পরিবারের তালিকা দেবেন।