Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বল্প পরিসরে চেক ক্লিয়ারিং চালু থাকবে


৩০ মার্চ ২০২০ ০০:৩৯

ঢাকা: ব্যাংক খাতের অন্যান্য লেনদেনের মতো চেক লেনদেন নিষ্পত্তির কাজে নিয়োজিত বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজের (ব্যাচ) কার্যক্রমও সীমিত পরিসরে চালু থাকবে। সোমবার (৩০ এপ্রিল) থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির দিনগুলোতে সীমিত পরিসরে ব্যাচ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি সপ্তাহে নিত্যপ্রয়োজনীয় পণ্য, জরুরি চিকিৎসা ও অন্যান্য সেবা সামগ্রী সরবরাহ, সরকারের বিভিন্ন সামাজিক ভাতা পরিশোধ করতে হচ্ছে। এই অবস্থায় সরকারের বিভিন্ন সেবামূল্য, দেশের বিভিন্ন স্থানে অভ্যন্তরীণ পণ্য সরবরাহ সচল রাখা এবং ওএমএস কার্যক্রমে দুঃস্থ ও অসহায় জনসাধারণকে দেওয়া সহায়তার আন্তঃবাংক লেনদেনের জন্য সাধারণ ছুটির এই সময়ে ব্যাচ খোলা থাকবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৫ লাখ টাকার বেশি অংকের চেক ক্লিয়ারিংয়ের জন্য সকাল ১১টার মধ্যে পাঠাতে হবে। এসব চেক ১২টার মধ্যে নিষ্পত্তি হবে। আর যেকোনো রেগুলার চেক সাড়ে ১১ টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক নিষ্পত্তির শেষ সময় বেলা সাড়ে ১২টা।

চালু চেক ক্লিয়ারিং স্বল্প পরিসরে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর