Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ জিবি ফ্রি ইন্টারনেটের তথ্যটি গুজব


২৯ মার্চ ২০২০ ২৩:৫৯ | আপডেট: ৩০ মার্চ ২০২০ ০০:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ১০ জিবি ইন্টারনেট ফ্রি— এমন একটি তথ্য ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এ তথ্যটি গুজব বলে জানানো হয়েছে এক তথ্য বিবরণীতে। কেবল এ গুজব নয়, অন্য সব গুজব বিষয়েই সতর্ক থাকতে বলা হয়েছে এই তথ্য বিবরণীতে।

রোববার (২৯ মার্চ) এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে।

তথ্যবিবরণীতে বলা হয়, ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘১০ জিবি ইন্টারনেট ফ্রি’ সংক্রান্ত একটি স্ট্যাটাসের প্রতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। স্ট্যাটাসটিতে সরকার ৩০ দিনের জন্য ১০ জিবি ইন্টারনেট ফ্রি দিচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। তবে এ জন্য এ তথ্যটি অন্যদের সঙ্গে শেয়ার করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

তথ্যবিবরণীতে বলা হয়, বিষয়টি একেবারেই সত্য নয়। এটি মহল বিশেষের অসৎ উদ্দেশ্যে প্রচারিত একটি গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা গুজব ছড়ায়, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট টিম কাজ করছে। মন্ত্রী যেকোনো গুজব থেকে সতর্ক থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

গুজব সামাজিক যোগাযোগ মাধ্যম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর