Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হ্যারি-মেগানের নিরাপত্তা খরচ যুক্তরাষ্ট্র দেবে না: ট্রাম্প


৩০ মার্চ ২০২০ ১২:২৭

সম্প্রতি রাজকার্য থেকে অবসরে যাওয়া দম্পতি প্রিন্স হ্যারি ও মেগান মারকেল কানাডা থেকে যুক্তরাষ্ট্রে যাবেন – এমন খবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হ্যারি-মেগানের নিরাপত্তা খরচ যুক্তরাষ্ট্র বহন করতে পারবে না। সোমবার (৩০ মার্চ) এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট স্পষ্ট তার অবস্থান জানিয়েছেন।

ওই টুইটার বার্তায় ট্রাম্প জানিয়েছেন, যদিও তিনি ইংল্যাণ্ডের রানির বিশেষ বন্ধু ও ভক্ত। কিন্তু, তারপরও হ্যারি-মেগান দম্পতিকে নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রকে পয়সা দিতেই হবে।

বিজ্ঞাপন

জবাবে ওই দম্পতিও জানিয়ে দিয়েছেন, তাদের কোনও ইচ্ছা নেই। জনগণের পয়সায় চলা মার্কিন নিরাপত্তা ব্যবস্থা নিজেদের জন্য ব্যবহার করতে চান না তারা।

এদিকে, বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের মুখে কানাডা থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে মেগান মারকেলের বাড়িতে অবস্থান করবেন হ্যারি-মেগান দম্পতি।

অন্যদিকে, ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, হ্যারি এবং মেগান যুক্তরাষ্ট্রের সরকারি নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করবে না, তারা  নিজ উদ্যোগে বেসরকারি নিরাপত্তা এজেন্সি ভাড়া করবে।

প্রসঙ্গত, প্রিন্স হ্যারির বাবা প্রিন্স চার্লস করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। কিন্তু, এই বিপর্যয়ের মধ্যে তারা যে ক্যালিফোর্নিয়া রাজ্যে যাচ্ছেন সেখানে ইতোমধ্যেই পাঁচ হাজার ৫৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১২১ জনের।

বিজ্ঞাপন

ডোনাল্ড ট্রাম্প প্রিন্স হ্যারি মেগান মারকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর