Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্বাসকষ্টে শ্রমিকের মৃত্যু, খবর পেয়েও যায়নি আইইডিসিআর


৩০ মার্চ ২০২০ ১২:৫২ | আপডেট: ৩০ মার্চ ২০২০ ১৩:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেরপুর: জেলার নালিতাবাড়ীতে আব্দুল আওয়াল নামে এক নির্মাণ শ্রমিক করোনাভাইরাসের অন্যতম উপসর্গ জ্বর ও শ্বাসকষ্টে মারা গেছেন। রোববার (২৯ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ পলাশীকুড়া গ্রামের নিজ বাসায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় রাতেই উপজেলা প্রশাসন ওই মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করেছে।

তবে এই ঘটনা সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি মৃত্যুর পর নমুনাও তারা সংগ্রহ করেনি। পরে সোমবার (৩০ মার্চ) দুপুরে স্থানীয় মেডিকেল টিম ওই মৃত শ্রমিকের নমুনা সংগ্রহ করেছে। মৃতদেহ আইইডিসিআর এর নির্দেশনা মেনে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, আব্দুল আওয়াল গত এক সপ্তাহ খুলনার রামপালে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার সে বাড়ি ফেরার পর থেকেই জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত রাতে শ্বাসকষ্টে বেড়ে গেলে তিনি মারা যান।

জেলা সিভিল সার্জন ডা. এ কে এম আনোয়ারুর রউফ বলেন, ‘আমরা আইইডিসিআর টিমকে জানানোর পরও তারা আসেনি। পরে স্থানীয় মেডিকেল টিমের মাধ্যমে মৃতদেহের নমুনা সংগ্রহ করেছি। নমুনা আজই আইইডিসিআরে পাঠানো হবে এবং তিনদিনের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে।’

করোনাভাইরাস নির্মাণ শ্রমিক শ্বাসকষ্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর