Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লকডাউন: ভারতের হতদরিদ্রের কাছে ‘মাফ’ চেয়েছেন মোদি


৩০ মার্চ ২০২০ ১৪:৫৩

নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ এর ব্যাপক সংক্রমণ ঠেকাতে ভারতে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনের মুখে ভারতের বিশালাকার হতদরিদ্র জনগোষ্ঠী খাবারের অভাবে মানবেতর জীবনযাপন করছে। এসবকিছু স্বীকার করে নিয়ে রোববার (২৯ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির হতদরিদ্র জনগোষ্ঠীর কাছে ‘মাফ’ চেয়েছেন। খবর রয়টার্স।

এর আগে, মঙ্গলবার (২৪ মার্চ) ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (২৯ মার্চ) জাতির উদ্দেশে দেওয়া বেতার ভাষণের শুরুতেই ‘মাফ’ চেয়ে নেন মোদি।

বিজ্ঞাপন

তিনি বলেন, আপনারা নিশ্চয়ই ভাবছেন, আপনাদেরকে বিপদের মুখে ফেলে দিলো, এ আবার কেমন প্রধানমন্ত্রী? কিন্তু কোনো উপায় ছিল না। করোনার বিরুদ্ধে ভারতকে জয়ী করতেই এই লকডাউনের সিদ্ধান্ত নিতে হয়েছে।

এদিকে, নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে সোমবার (৩০ মার্চ) পর্যন্ত ভারতে আক্রান্ত হয়েছেন সহস্রাধিক। মৃত্যু হয়েছে ২৭ জনের। ইতোমধ্যেই সংকটকালীন বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে ভারতের হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য ২২.৬ বিলিয়ন মার্কিন ডলারের বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

কোভিড-১৯ নভেল করোনাভাইরাস ভারত লকডাউন

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর