একই শাড়িতে ঝুলতে থাকা মা-মেয়ের লাশ উদ্ধার
৩০ মার্চ ২০২০ ১৯:২৮
স্পেশাল করেসপন্ডেন্ট
শাড়িতে ঝুলিয়ে হত্যার পর মা আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের, তবে আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা সেটি পুরোপুরি নিশ্চিত হতে পারেনি পুলিশ।
সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকার মাহবুবুল আলমের ভাড়া বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী।
মৃত শারমিন আক্তার (২৭) একই এলাকার টেম্পু গ্যারেজের মেকানিক মো. সেলিমের স্ত্রী। পুলিশ জানিয়েছে, শারমিনের সঙ্গে আট মাস বয়সী তার শিশুকন্যা তাসলিমা আক্তারেরও লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের মো. ইমাম নামে পাঁচ বছর বয়সী এক ছেলেও আছে।
ঘটনাস্থলে যাওয়া পুলিশ পরিদর্শক হেলাল উদ্দিন ফারুকী সারাবাংলাকে জানান, বাসার সিলিংয়ের সঙ্গে একটি শিফন জাতীয় কাপড়ের শাড়িতে ঝুলন্ত অবস্থায় দুজনের লাশ পেয়ে তারা উদ্ধার করেছেন। এসময় ছেলে ইমাম বাইরে বসা ছিল। সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে পুলিশের জিজ্ঞাসায় জানিয়েছে, তার মা তাকেও শাড়িতে ঝোলাতে চেয়েছিলেন। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। এরপর তার মা দরজা বন্ধ করে দেন।
প্রাথমিকভাবে পারিবারিক কলহ থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণার কথা জানিয়ে ফারুকী বলেন, ‘সুইসাইডের লক্ষণ আছে। সম্ভবত প্রথমে মেয়েকে ঝুলিয়ে দিয়ে তারপর নিজে আত্মহত্যা করেছেন। এরপরও ময়নাতদন্ত হলে সবকিছু নিশ্চিত করা যাবে।’
জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সেলিমকে থানায় নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/এমআই