ঢাকা ছাড়লেন যুক্তরাষ্ট্রের ২৬৯ নাগরিক
৩০ মার্চ ২০২০ ১৯:৫১
ঢাকা: বাংলাদেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) ভয়াবহতার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের ২৬৯ নাগরিক ঢাকা ছেড়েছেন বলে জানা গেছে।
সোমবার ( ৩০ মার্চ) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি চার্টার্ড বিমান ভাড়া করে তারা দেশের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান।
সারাবাংলাকে তিনি জানান, মার্কিন নাগরিকদের মধ্যে কূটনৈতিক এবং তাদের পরিবার রয়েছে; যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করে আসছিলেন। তারা তাদের ব্যক্তিগত সিদ্ধান্তে ঢাকা ত্যাগ করেছেন বলে জানা গেছে।
শুধু তাই নয়, বাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশে ফেরানোর কথা আগেই জানিয়ে দিয়েছিল ঢাকার মার্কিন দূতাবাস।
এর আগে বুধবার মালয়েশিয়ার ২২৫ নাগরিক ও বৃহস্পতিবার ভুটানের ১৩৯ জন নাগরিক দেশে ফিরে যায় বলে শাহজালাল বিমানবন্দর সূত্রে জানা গেছে।