Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় জনগণের পাশে থাকুন— এমপিদের উদ্দেশে চিফ হুইপ


৩০ মার্চ ২০২০ ২২:৩০ | আপডেট: ৩০ মার্চ ২০২০ ২২:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনা পরিস্থিতি মোকাবিলায় জনগণের পাশে থাকার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

সোমবার (৩০ মার্চ) সংসদ সচিবালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে চিফ হুইপ বলেন, ‘উন্নত দেশগুলোতে দ্রুত করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এ ভাইরাস মোকাবিলায় অধিকাংশ দেশ হিমশিম খাচ্ছে। সেক্ষেত্রে গরিব দেশ বাংলাদেশ। সঙ্গত কারণে করোনাভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়লে তা ভয়াবহ রূপ নিতে পারে। তাই এই ভাইরাস ছড়ানোর আগেই সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। এক্ষেত্রে সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।’

বিজ্ঞাপন

সরকার দলীয় এমপি নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘এরই মধ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস প্রতিরোধে জাতির উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রীর সময়োপযোগী বক্তব্যে জনগণ সচেতন হয়েছেন। এখন সব সংসদ সদস্যকে সতর্ক থাকতে হবে।’

খুব শিগগিরই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করেন চিফ হুইপ।

করোনাভাইরাস চিফ হুইপ সংসদ সদস্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর