Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিতে ২৪ ঘণ্টায় ১ বাংলাদেশিসহ ৮১২ জনের মৃত্যু


৩১ মার্চ ২০২০ ০০:০১ | আপডেট: ৩১ মার্চ ২০২০ ১০:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালি: করোনাভাইরাসে (কোভিড-১৯) ইতালিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এক প্রবাসী বাংলাদেশিসহ প্রাণ হারিয়েছেন ৮১২ জন। এই সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজারেরও বেশি নাগরিক।

সোমবার (৩০ মার্চ) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ইতালির বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এ সব তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে অ্যাঞ্জেলো বোরেল্লি বলেন, ‘করোনায় ইতালিতে এখন পর্যন্ত মারা গেছে ১১ হাজার ৫৮১ জন। আর আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। বর্তমানে ইতালিতে করোনা আক্রন্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৬৩৯ জন। আর এখন পর্যন্ত চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৬২০ জন।’

বিজ্ঞাপন

জানা গেছে, ইতালিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দুই বাংলাদেশি মারা গেছেন। সোমবার (৩০ মার্চ) ইতালির মিলানে করোনায় আক্রান্ত হয়ে অপু (৪২) নামের এক বাংলাদেশি মারা যান। এর আগে গত ২০ মার্চ মিলানে গোলাম মাওলা (৬০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়। তবে দেশটিতে এখন পর্যন্ত কতজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন তা সঠিকভাবে জানা যায়নি।

এদিকে করোনায় প্রবাসী দুই বাংলাদেশির মৃত্যুতে ইতালির বাংলা কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

ইতালি করোনাভাইরাস বাংলাদেশি মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর