বরিশাল: করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত সাধারণ শ্রমজীবীদের পাশে দাঁড়িয়েছে পরশমনি সমাজকল্যাণ সংস্থা নামের একটি প্রতিষ্ঠান।
মঙ্গলবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টায় নগরীর বাংলাবাজার এলাকার মসজিদের সামনে শতাধিক অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন সংস্থার কর্তৃপক্ষ ও সাধারণ সদস্যরা।
পরশমনি সমাজকল্যাণ সংস্থার পরিচালক ও সভাপতি মো. জসিম উদ্দিন জানান, করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনার কারণে খেটে খাওয়া সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়ায় তাদের পাশে দাঁড়িয়েছি আমরা। মানুষ যাতে না খেয়ে থাকে এমন পরিবারগুলো খুঁজে খাদ্যসামগ্রী দেওয়ার চেষ্টা করছি। এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- সংস্থার সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জাহেদা বেগম, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক নাজমুল কায়েস রিপন, কোষাধ্যক্ষ মাসুদ নেওয়াজ রুমান, নির্বাহী সম্পাদক মো.নজরুল ইসলাম ও ফাতেমা তুজ জেহরাসহ অন্যরা।