Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ফারুক বাহিনীর প্রধান নিহত


৩১ মার্চ ২০২০ ১৪:০৮

মোংলা: সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু ফারুক বাহিনীর প্রধান ফারুক মোড়ল নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই র‌্যাব সদস্য। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে মোংলার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কোদাল্লিয়া খালে ‘বন্দুকযুদ্ধে’র এ ঘটনা ঘটে।

নিহত ফারুক খুলনার দাকোপের কলাবগি এলাকার আকবর মোড়লের ছেলে।

র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশন ফিরোজ জানান, মোংলার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কোদাল্লিয়া খালে সোমবার গভীর রাতে একদল দস্যু জেলেদের জিম্মি করে বিকাশের মাধ্যমে চাঁদা আদায় করছে- এমন সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে দস্যুরা গুলি ছুঁড়তে থাকে।

এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দস্যুবাহিনীর প্রধান ফারুক গুলিবিদ্ধ হন ও বাকিরা পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া ঘটনাস্থল থেকে একটি দেশি পাইপগান, কয়েকটি রামদা ও বেশ কয়েক রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয়।

ফারুক মোড়ল বনদস্যু বন্দুকযুদ্ধ র‍্যাব সুন্দরবন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর