Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুরি হয়ে গেলো ভ্যান গগের ‘স্প্রিং গার্ডেন’


৩১ মার্চ ২০২০ ১৪:৫৩

ডাচ মাস্টার চিত্রকর ভিনসেন্ট ভ্যান গগের বিখ্যাত চিত্রকর্ম ‘স্প্রিং গার্ডেন’ নেদারল্যান্ডসের সিঙ্গার ল্যাঙ্গার মিউজিয়ামের গ্যালারি থেকে চুরি হয়ে গেছে। রোববার (২৯ মার্চ) স্থানীয় সময় রাত তিনটা ১৫মিনিটের দিকে চোরের দল মিউজিয়ামে প্রবেশ করে ওই চিত্রকর্মটি চুরি করে নিয়ে যায়। তবে ওইসময় অন্যকোনো কিছু চুরি যায়নি। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট।

এর আগে, গ্রোনিঞ্জার মিউজিয়ামের কাছ থেকে চিত্রকর্মটি ধারে এনেছিল সিঙ্গার ল্যাঙ্গার মিউজিয়াম কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এদিকে, চুরি যাওয়া চিত্রকর্মটির পুরো নাম – দ্য পার্সোনেজ গার্ডেন অ্যাট নূইনেন ইন স্প্রিং। ১৮৮৩-১৮৮৫ সালের মধ্যে নূইনেনে তার পার্দ্রি বাবার বাড়িতে বসবাসের সময় ভ্যানগগ এই ছবি এঁকেছিলেন। কাগজের ওপর তেল রংয়ে আঁকা ওই ছবির উপজীব্য ছিল গ্রামের পুরাতন চার্চের টাওয়ার, আর বাগান পেরিয়ে সেখানে পৌঁছানোর পথ।

ভিনসেন্ট ভ্যানগগের প্রথম দিককার কাজ গুলোর মধ্যে ‘স্প্রিং গার্ডেন’ অন্যতম। মিউজিয়াম কর্তৃপক্ষ এই চিত্রকর্মর দাম প্রকাশ করেনি। কিন্তু সমসাময়িক আরেকটি চিত্রকর্ম সাড়ে ১৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।

দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, পুলিশ এই চুরির ব্যাপারে তদন্ত করছে।

নেদারল্যান্ডস ভিনসেন্ট ভ্যান গগ স্প্রিং গার্ডেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর