Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার


৩১ মার্চ ২০২০ ১৯:৫৬

ঢাকা: এলাকায় আধিপত্য বিস্তার করতে গড়ে ওঠা কিশোর অপরাধীদের একটি গ্রুপের পাঁচ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৩১ মার্চ) র‌্যাব-২’র অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আলী সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ওই পাঁচজন হলো- মো. হাসান (১৭), মো. শাকিল হোসেন (১৬), মো. হাসান (১৫), মো. রিয়াজ (১৮) ও মো. সুমন (২৬)।

মেজর মোহাম্মদ আলী বলেন, ‘রাজধানীর মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান ৬ নম্বর রোডের সুজন জেনারেল স্টোর নামে সালাউদ্দিনের দোকানের সামনে সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লোহার তৈরি একটি ধারালো দা, দুটি দামা, একটি ছোরা এবং একটি স্টিলের চাপাতি জব্দ করা হয়।’

তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে র‌্যাব-২ এর একটি টহল দল মোহাম্মদপুর তিনরাস্তা মোড় এলাকায় টহল দিচ্ছিল। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মোহাম্মদপুর থানার লাউতলা বস্তি ও পাশ্ববর্তী বোর্ডগার্ড বরকত মিয়ার বস্তিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে দফায় দফায় মারমারিসহ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে আসছে। এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় চাঁদ উদ্যানের লাউতলা বস্তির ৬ নম্বর রোডের হাক্কা-গুড়ায় দুই পক্ষের ৩০/৩৫ জন দা, ধামা, চাপাতি, ছোরা ও লাঠিসোঠা নিয়ে অবস্থান করছে।‘

মোহাম্মদ আলী বলেন, ‘এ রকম খবরের পরিপ্রেক্ষিতে ৭টা ৪০ মিনিটে র‍্যাব সদস্যরা মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান ৬ নম্বর রোডে গিয়ে সালাউদ্দিনের দোকানের সামনে গিয়ে উপস্থিত হয়। এমন সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালানোর চেষ্টাকালে স্থানীয়দের সহায়তায় তাদের মধ্য থেকে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে দেশীয় অস্ত্রশস্ত্রও জব্দ করা হয়।’

বিজ্ঞাপন

এই চক্র দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলাকা দখলের মাধ্যমে আধিপত্য বিস্তার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে চেয়েছিল। এই অপরাধে তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।

কিশোর গ্যাং গ্রেফতার মোহাম্মদপুর র‍্যাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর