করোনাভাইরাসের প্রভাবে থমকে গেছে রাজধানী ঢাকা। জনমানব শূন্য শহরে নেই গাড়ির হর্নের শব্দ, মানুষের কোলাহল। এ এক অন্য অভিজ্ঞতা নগরবাসীর কাছে। এখন রাস্তায় খেলা করে কাক আর কুকুর। শোনা যায় পাখির কলকাকলি, চোখে পড়ে পথের ধারে ফুটে থাকা রঙিন ফুলের ঝোঁপ। ঠিক যেন পথের ধারে ফুটে থাকা রডডেনড্রন। ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান