Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানুষ সাধারণ চিকিৎসা পাচ্ছে না: রাশেদ খান মেনন


৩১ মার্চ ২০২০ ২৩:৫০ | আপডেট: ১ এপ্রিল ২০২০ ০০:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি: রাশেদ খান মেনন

ঢাকা: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের স্বাস্থ্য সেবায় সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি’র সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন। স্বাস্থ্য সেবা খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, ডাক্তার, নার্স ও স্বাস্থ্যসেবা কর্মীরা করোনা বিরোধী যুদ্ধে ‘ফ্রন্টলাইন’ যোদ্ধা। তাদের সুরক্ষা বিধানের ব্যবস্থা করে দেশের এই চিকিৎসা সংকট দুর করতে হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বিবৃতিতে রাশেদ খান মেনন বলেন, করোনাভাইরাস সংক্রমণের কারণে মানুষ সাধারণ চিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ ওঠেছে। চিকিৎসকদের প্রাইভেট চেম্বার, ক্লিনিকও বন্ধ করা হচ্ছে বলে জানা যাচ্ছে। এ অবস্থায় করোনার বাইরে অন্য সাধারণ ও জটিল রোগীরা বিপদগ্রস্ত হয়ে পড়েছেন।

বিজ্ঞাপন

মেনন বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা, অদক্ষতা, অবহেলা ও নেতৃত্বের অভাবের কারণেই ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তার অভাবে ভুগছেন। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের অবজ্ঞা করে স্বাস্থ্যসেবা যেমন চলতে পারবে না, তেমনি তাদের নিজেদের পেশার নৈতিক দায়িত্বও রয়েছে।

দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেবেন যাতে চিকিৎসক স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষ সবার মধ্যে আস্থা সৃষ্টি হয়। আশা প্রকাশ করেন মেনন।

করোনাভাইরাস রাশেদ খান মেনন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর