Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের সুরক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা


৩১ মার্চ ২০২০ ২৩:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের জন্য সুরক্ষা সামগ্রী দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৬ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামের কাছে তারা এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন। ২৬ তম ব্যাচ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহজাহান এবং সাধারণ সম্পাদক খসরুল আলম খান রিপন ডিএমপি কমিশনারের হাতে এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।

মোহাম্মদ শাহজাহান বলেন, করোনা প্রতিরোধে ২৬ প্রকল্পের কার্যক্রম আজ আনুষ্ঠানিক ভাবে শুরু করা হলো। এ কার্যক্রমে প্রাথমিকভাবে মাঠ পর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যদের ব্যবহারের জন্যে সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

আগামীতে এসব সুরক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি গরীব এবং ছিন্নমূল সুবিধাবঞ্চিত মানুষদের জন্য খাদ্য বিতরণ কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। আমরা আমাদের সকল বন্ধুকে এ কার্যক্রমে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।

এসময় অন্যান্যদের মধ্যে ২৬ তম ব্যাচের প্রাক্তন ছাত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের উপ কমিশনার টুটুল চক্রবর্তী ও ম্যানেজমেন্ট বিভাগের রুস্তম আলী উপস্থিত ছিলেন।

করোনাভাইরাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশের সুরক্ষা