Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে জ্বর-কাশিতে যুবকের মৃত্যু, করোনা সন্দেহে বাড়ি লকডাউন


১ এপ্রিল ২০২০ ০২:১০

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে জ্বর ও সর্দি কাশিতে আক্রান্ত হয়ে গার্মেন্টস কর্মী এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে তিনি মারা যান। তিনি করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সতর্কতামুলক পদক্ষেপ হিসেবে বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

জানা যায়, রোববার তিনি ঢাকা থেকে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নে তার বাড়িতে এসেছিলেন। মহিষমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন জানান, মৃত ওই ব্যক্তি ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। রোববার জ্বর নিয়ে বাড়িতে এসেছিলেন। বিষয়টি তার পরিবারের লোকজন গোপন রেখেছিলেন। সোমবার থেকে তার ডায়রিয়া শুরু হয়েছিল। মঙ্গলবার রক্ত বমি করে তিনি মারা যান।

বিজ্ঞাপন

তিনি জানান, দুপুরে তার মৃত্যুর পরই এলাকায় ‘করোনায় আক্রান্ত’ হয়ে একজন মারা গেছে বলে খবর ছড়িয়ে পড়ে। আশেপাশের বাড়ির লোকজনও দূরে সরে যায়।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম ওই বাড়িতে পাঠানো হয়েছে। তারা মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করবেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান জানান, ঢাকায় স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ গবেষণা ও রোগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের (আইইডিসিআর)  প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রুবিনার নেতৃত্বে একটি দল মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছেন। নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাড়িটি লকডাউন করা হয়েছে।

করোনাভাইরা

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর