কোভিড-১৯: সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যু
১ এপ্রিল ২০২০ ০৩:১১
জেদ্দা: নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে সৌদি আরবে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মৃত দুই বাংলাদেশি মদিনার আলাদা আলাদা দুইটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃতদের পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার (৩১ মার্চ) সারাবাংলাকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
এদিকে বাংলাদেশের জেদ্দা কনস্যুলেট সূত্রে জানা যায়, সৌদি আরবের মদিনায় নভেল করোনাভাইরাস আক্রান্ত হয়ে মুহাম্মদ হাসান নামে এক যুবকের মৃত্যু হয়। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের দক্ষিণ চাকফিরানীতে।
অন্যদিকে, নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরেকজন বাংলাদেশি মো. কোরবান মঙ্গলবার (২৪ মার্চ) মদিনার আল জাহরা হাসপাতালে মারা যান। হাসপাতাল থেকে এ ব্যাপারে বাংলাদেশের জেদ্দা কনস্যুলেটকে জানানো হয়। তার বাড়ি ঢাকার সাভারের নগরকান্দায়।
প্রসঙ্গত, সৌদি আরবে বুধবার (১ এপ্রিল) পর্যন্ত নভেল করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১৫৬৩ জন, মৃত্যু হয়েছে ১০ জনের এবং সুস্থ হয়ে নিয়মিত জীবনে ফিরেছেন ১১৫ জন।