Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় ঢামেকের আইসোলেশন ওয়ার্ডে ২ জনের মৃত্যু


১ এপ্রিল ২০২০ ১৯:৪২

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসের উপসর্গ থাকায় দুইজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

মৃতদের একজনের বয়স ৬৫ বছর ও অপরজনের বয়স ৩২ বছর।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মারা যান ৩২ বছর বয়সী ওই যুবক। আর ৬৫ বছরের বৃদ্ধ মারা যান বুধবার (১ এপ্রিল) ভোর ৫টার দিকে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও স্টোর) ডা. আলাউদ্দিন আল আজাদ জানান, গতকাল মঙ্গলবার দুজন হাসপাতালে ভর্তি হয়। করোনার উপসর্গ থাকায় তাদের নতুন ভবনের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল।

ডা. আলাউদ্দিন আরও জানান, দুজনের লাশই হিমঘরে রাখা হয়েছে। তাদের রক্তের নমুনা আইইডিসিআর এ পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।

নমুনা প্রতিবেদন নেগেটিভ এলে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর পজিটিভ এলে স্বাস্থ্যবিধি অনুযায়ী দাফন করা হবে।

আইসোলেশন করোনাভাইরাস টপ নিউজ ঢামেক


বিজ্ঞাপন
সর্বশেষ

গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই
১১ সেপ্টেম্বর ২০২৪ ২১:০০

সম্পর্কিত খবর