Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘোড়াশালে একজনের করোনাভাইরাস সন্দেহে দুই বাড়ি লকডাউন


২ এপ্রিল ২০২০ ০০:০৭ | আপডেট: ২ এপ্রিল ২০২০ ০০:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: নরসিংদীর ঘোড়াশালে অসুস্থ হয়ে পড়া এক ব্যক্তির করোনাভাইরাসের লক্ষণ থাকায় দুটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১ এপ্রিল) দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার ৭ ওয়ার্ডের পিরিন্দার টেক গ্রামে দুটি বাড়ি লকডাউন করা হয়।

পরীক্ষার জন্য অসুস্থ ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ গবেষণা ও রোগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হচ্ছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী জানান, পিরিন্দার টেক গ্রামের এক বাড়িতে ৩/৪ দিন ধরে জ্বর, গলা ব্যথায় অসুস্থ হয়ে পড়া ৪০ বছরের এক পুরুষের মধ্যে করোনাভাইরাসের লক্ষণ থাকায় তাৎক্ষণিক ওই বাড়িসহ দুটি বাড়ি লকডাউন করা হয়েছে। ওই বাড়ির আশেপাশে জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, ওই ব্যক্তি কয়েকদিন আগে এক প্রবাসীর সংস্পর্শে এসেছিলেন।

করোনাভাইরাস লকডাউন

বিজ্ঞাপন

যখন গিটার বাজে, হৃদয়ও কাঁপে
১৩ জুলাই ২০২৫ ১৩:৪৫

আরো

সম্পর্কিত খবর