Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনা নিয়ে আইইডিসিআর না, ব্রিফিং করে স্বাস্থ্য অধিদফতর’


২ এপ্রিল ২০২০ ০৯:২৫

ঢাকা: বাংলাদেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সার্বিক পরিস্থিতি নিয়ে দেশবাসীর জন্য যে সংবাদ সম্মেলন শুরু হয়েছিল তা সবসময়েই করে আসছিল স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের আওতাধীন প্রতিষ্ঠান হিসেবে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছিল বলেন জানান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

বুধবার (১ এপ্রিল) সারাবাংলাকে এ কথা বলেন ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা ব্রিফিংয়ের প্রথম দিন থেকেই বলে আসছিলাম ব্রিফিংটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে আয়োজন করা হয়। সেক্ষেত্রে স্থান হিসেবে আইইডিসিআর সেমিনার কক্ষ যেহেতু ব্যবহার করা হতো তাই অনেকেই এটাকে স্বাস্থ্য অধিদফতরের ব্রিফিং না বলে আইইডিসিআর’র ব্রিফিং বলা শুরু করে।’

এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয় নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ নিয়ে আর সংবাদ সম্মেলন করবে না জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

এ বিষয়ে অধ্যাপক ফ্লোরা বলেন, ব্রিফিং চলবে। আগে যেভাবে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে করা হয়েছিল এখনো সেভাবেই করা হবে।

আইইডিসিআরর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর বলেন, আমাদের কাছে যখন যে তথ্য চাওয়া হবে আমরা সেটি দিয়েই সাহায্য করবো।

করোনা ব্রিফিং ভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর