সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু
২ এপ্রিল ২০২০ ১৩:৩৫
ঠাকুরগাঁও: জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চোচপাড়া সীমান্তের জিরো লাইনে এক বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতী সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোররাতে চোচপাড়া সীমান্তের ১৭১ নম্বর পিলার এলাকার এ ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন (৩৫) রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামের মো. মাঝিলের ছেলে। ভারতের চাকলাগড় বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ঁলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাণীশংকৈলের নন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার আব্দুর রহিম জানান, জয়নালের দ্বিতীয় স্ত্রীর বাড়ি ভারতের গোয়ালপুকুর থানার পান্থাপাড়া গ্রামে। সেখান থেকে বাড়ি ফিরছিলেন জয়নাল। এসময় বিএসএফের গুলিতে নিহত হয় সে।
ঠাকুরগাঁও-৫০ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সহিদুল ইসলাম বলেন, ‘সীমান্তে বাংলাদেশির মৃত্যুর ঘটনা শুনেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।’