ময়মনসিংহে করোনাভাইরাস শনাক্তে পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু
২ এপ্রিল ২০২০ ১৪:০৬
ময়মনসিংহ: পরীক্ষার মাধ্যমে করোনাভাইরাস শনাক্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত বিভাগের চিকিৎসকদের হাতে চার জনের নমুনা এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. সালমা আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়মনসিংহের এসকে হাসপাতাল থেকে তিন জনের এবং টাঙ্গাইলের মধুপুর থেকে আরও একজনের নমুনা তারা পেয়েছেন।
এই চারটি নমুনা পরীক্ষা শেষে ফলাফল ঢাকায় আইইডিসিআর কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং তারাই অনলাইনে গণমাধ্যমকে পরীক্ষার ফল জানাবেন।