‘ঢামেক আইসোলেশনে মারা যাওয়া ২ জন করোনা আক্রান্ত ছিলেন না’
২ এপ্রিল ২০২০ ১৪:৫৫
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যাওয়া দুজনের কেউই করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ঢামেকের পরিচালক সারাবাংলাকে এ তথ্য জানান।
একেএম নাসির উদ্দিন বলেন, ‘হাসপাতালের আইসোলেশনে মারা যাওয়া দুজনের নমুনায় করোনাভাইরাস পাওয়া যায়নি। বুধবার মৃত দুজনের রক্তের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে তাদের রিপোর্ট এসেছে। করোনাভাইরাস না থাকায় মৃতদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
হাসপাতালের আইসেলেশনে মারা যাওয়া একজন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সুমন (৩২) ও নেত্রোকনা সদর উপজেলার শ্রী শাচিন্দ্র সরকার (৬৫)।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মারা যায় সুমন। আর বুধবার ভোরে শাচিন্দ্র সরকারের মৃত্যু হয়।
ঢামেকের সহকারী পরিচালক (অর্থ ও স্টোর) ডা. আলাউদ্দিন আল আজাদ জানান, মঙ্গলবার দুজন হাসপাতালে ভর্তি হয়। করোনা লক্ষণ দেখে তাদের নতুন ভবনের নিচে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল।