ফিলিপাইনে লকডাউনের মধ্যে আন্দোলনকারীদের গুলি করার হুমকি
২ এপ্রিল ২০২০ ১৫:৩৫
নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ বিশ্বমহামারি সংক্রমনের মুখে এক মাস লকডাউন ঘোষণা করা হয়েছিল ফিলিপাইনে। লকডাউনের মধ্যেই ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কুয়েজন সিটির বস্তির অধিবাসীরা খাদ্যের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়েছেন।
এদিকে, লকডাউনের দুই সপ্তাহ অতিবাহিত হওয়ার পর যারা রাস্তায় বের হয়ে ভাইরাস সংক্রমণ পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে তাদের গুলি করে মারার হুমকি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো ডুটারটে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এ খবর জানিয়েছে আল জাজিরা।
বুধবার (১ এপ্রিল) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে রড্রিগো ডুটারটে প্রতিবাদকারীদের গুলি করে হত্যার ব্যাপারে উল্লেখ করেন। এছাড়াও তিনি বলেন, স্বাস্থ্যসেবাদানকারী কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। লকডাউন ভেঙ্গে রাস্তায় নামা কঠিন অপরাধ এই অপরাধের শাস্তিও কঠোর। মিলিটারি ও পুলিশকে নির্দেশনা দেওয়া হয় এই শাস্তি তারা যেনো বাস্তবায়ন করে।
ফিলিপিনো এবং ইংরেজি ভাষায় তিনি উল্লেখ করেন, সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না, করলে তার ফলাফল হবে ভয়াবহ।
অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই বস্তিবাসীদের গিয়ে তারা অনুরোধ করেছেন এবং রাস্তা ছেড়ে বাসায় ফিরে যাওয়ার সরকারি নির্দেশনার কথাও জানিয়েছেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি।