Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা আতঙ্কে স্বস্তির বৃষ্টি, প্রকৃতিতে প্রাণোচ্ছ্বল সজীবতা


২ এপ্রিল ২০২০ ১৮:১২

ফাইল ছবি

ঢাকা: ঢাকাসহ সারাদেশের মানুষ করোনাভাইরাসের (কোভিড) আতঙ্কে কোয়ারেনটাইন পালন করছে। আর এর সঙ্গে যুক্ত হয়েছে গরমের তীব্রতা। তবে এক সপ্তাহের বেশি সময় ধরে বয়ে চলা মৃদু তাপ প্রবাহ শেষে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে রাজধানীতে। তবে এটা ক্ষণস্থায়ী। আবহাওয়া অফিস বলছে, কাল থেকেই আবার দুয়েকদিন মৃদু তাপপ্রবাহের দেখা যাবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল থেকে হঠাৎ হালকা মেঘে এক পশলা মাঝারি বৃষ্টির স্পর্শে জনশূন্য শহরে দেখা দেয় সজীবতা। ধূলার দূষণ মাড়িয়ে প্রকৃতি যেন প্রাণ ফিরে পায়। গাছে গাছে সবুজের প্রাণোচ্ছ্বোল সজীবতা বিকেলের প্রশাস্তি বাড়িয়ে দেয় বহুগুণ।

বিজ্ঞাপন

তবে এই বৃষ্টি একইসঙ্গে রাজধানী ঢাকাসহ এর আশপাশের বেশ কয়েকটি জেলাতেও হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ আফতাব উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘গত কয়েকদিনের তাপপ্রবাহের ফলে এ বৃষ্টি। এটি দেড়-দুঘন্টার বেশি থাকবে না। দেশের যেসব স্থানে অতি বা মৃদু তাপপ্রবাহ বয়েছিল গত কয়েকদিন সেসব স্থানে এ বৃষ্টি হচ্ছে। সে হিসেবে ঢাকা, পাবনা, ময়মনসিংহ, কুমিল্লা ও এর আশপাশের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হচ্ছে। সেইসঙ্গে হালকা এবং ভারি বজ্রপাতও হচ্ছে কোথাও কোথাও।’

তিনি আরও বলেন, ‘এ বৃষ্টির ফলে রাতের তাপমাত্রা কিছুটা কমলেও অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা। কালকে থেকে আবারও দুয়েকদিন তাপপ্রবাহ বইতে পারে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে।’

টপ নিউজ ঢাকা স্বস্তির বৃষ্টি

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর