Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা মেডিকেলে করোনা টেস্ট শুরু


২ এপ্রিল ২০২০ ২০:৫১

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ভাইরোলজি বিভাগে করোনাভাইরাস শনাক্তের জন্য পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেন ঢামেকের অধ্যক্ষ ডা. খান মো. আবুল কালাম আজাদ।

এই হাসপাতাল থেকে বিনামূল্যে করোনার টেস্ট করা যাবে। তবে রোগীকে সরাসরি হাজির থাকতে হবে।

ঢামেকের অধ্যক্ষ বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা ছয়জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনাগুলো কলেজের চারতলায় ভাইরোলজি বিভাগে পরীক্ষার জন্য মেশিনে দেওয়া হয়েছে। আশা করছি, রাতের মধ্যে আমরা রিপোর্টগুলো পাবো।’

অধ্যক্ষ বলেন, ‘পরীক্ষার বিষয়টি আমাদের কাছে নতুন। তাই অধিকতর নিশ্চিত হওয়ার জন্য মেশিনে কয়েকবার নমুনা দেওয়া হবে। পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসুক আর নেগেটিভ আসুক হাসপাতালের পরিচালকের মাধ্যমে রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ বিভাগে (আইইডিসিআর) পাঠানো হবে। সেখান থেকে রোগীকে জানানো হবে।’

অধ্যক্ষ জানান, কোনো রোগীর করোনা পজিটিভ তাকে সংশ্লিষ্ট হাসপাতালে পাঠানো হবে। আর রিপোর্ট নেগেটিভ হলে ঢামেক হাসপাতালে তার চিকিৎসা চলবে।

করোনাভাইরাস টেস্ট ঢাকা মেডিকেল ভাইরোলজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর