Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন করে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেবে না বিকেএমইএ


২ এপ্রিল ২০২০ ২৩:০২

ঢাকা: ৪ এপ্রিলের পর নতুন করে কারখানার বন্ধের সিদ্ধান্ত নেবে না দেশের নিট গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) কারখানা মালিকদের কাছে লেখা এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান।

নির্দেশনায় বলা হয়, ‘৪ এপ্রিলের পর থেকে আপনি আপনার করাখানাটি পরিচালনা করবেন কিনা তা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। যদি কারখানা পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন, তবে সেক্ষেত্রে অবশ্যই করোনাভাইরাসের আক্রমণ থেকে আপনার শ্রমিক ও কর্মকর্তাদের রক্ষা করার জন্য সকল স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে কারখানা পরিচালনা করতে হবে। এক্ষেত্রে শ্রমিকের সকল দায়-দায়িত্ব আপনার নিজস্ব রিক্স এন্ড রেসপন্সিবিলিটিতে থাকবে।’

এতে আরও বলা হয়, ‘কারখানা খোলা বা বন্ধ যে সিদ্ধান্তই গ্রহণ করুননা কেন, সকল শ্রমিকদের মার্চ মাসের বেতন অবশ্যই সময়মত প্রদান করতে হবে। প্রয়োজনে আপনার ব্যাংকের সঙ্গে আগাম যোগাযোগ করে ব্যাংকের সহায়তা নেবেন।’

কোনো অবস্থাতেই মার্চ মাসের বেতন পরিশোধের বিষয়ে কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। কোনো অবস্থাতেই শ্রমিক অসন্তোষ যেন সৃষ্টি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, ‘আপনি যদি আপনার কারখানাটি বন্ধ করার বিষয়ে ভাবেন, তা অবশ্যই শ্রম আইন অনুযায়ী করতে হবে। তবে ফ্যাক্টরি বন্ধ করার অভিপ্রায়টি সর্বপ্রথম লিখিতভাবে বিকেএমইএ-কে জানাতে হবে। কোনো অবস্থাতেই বিকেএমইএ-কে অবহিত না করে বা বিকেএমইএ থেকে সিদ্ধান্ত না নিয়ে কোনোভাবেই কারখানা বন্ধ করা যাবে না।’

কারখানা পোশাক কারখানা বিকেএমইএ সেলিম ওসমান


বিজ্ঞাপন
সর্বশেষ

নড়াইলে মাশরাফিসহ ৯০ জনের নামে মামলা
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪০

সরকারের প্রথম একনেক ১৮ সেপ্টেম্বর
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১৩

সম্পর্কিত খবর