Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে সামাজিক দূরত্ব নিশ্চিতে কঠোর সেনাবাহিনী


৩ এপ্রিল ২০২০ ১৬:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রাম: করোনাভাইরাসের বিস্তাররোধে কুড়িগ্রামে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কঠোর অবস্থানে নিয়েছে সেনাবাহিনী। শুক্রবার (৩ এপ্রিল) জেলা শহরসহ উপজেলা শহর ও গ্রামাঞ্চলের হাট-বাজারে অভিযান পরিচালনা করে শতভাগ দোকানপাট বন্ধ করাসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রচার- প্রচারণা অব্যাহত রেখেছেন তারা।

যানবাহন চলাচলের ক্ষেত্রেও নেওয়া হয়েছে কঠোর অবস্থান। নিজেদের সুরক্ষিত রাখতে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার থেকে সেনাবাহিনীর কঠোর অবস্থানের ফলে ওষুধ ও কাঁচাবাজার ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সন্ধ্যা ৭টার পর বন্ধ করে দেওয়া হচ্ছে কাঁচাবাজারও। কমে গেছে শহর ও গ্রামাঞ্চলের রাস্তা-ঘাটে মানুষের যাতায়াতও।

বিজ্ঞাপন

কঠোর কুড়িগ্রাম সেনাবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর