Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার ঝুঁকিতেও এশিয়ায় সর্বোচ্চ প্রবৃদ্ধি বাংলাদেশে


৩ এপ্রিল ২০২০ ১৯:০৯

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা লাগলেও বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি সাতের ঘরেই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। শুক্রবার (৩ এপ্রিল) প্রকাশিত এডিবির অর্থনৈতিক প্রতিবেদন এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০২০- এ পূর্বাভাসে বলা হয়েছে চলতি বছর ৭ দশমিক ৮ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ।

উল্লেখ্য, সরকার চলতি অর্থবছরে ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে প্রবৃদ্ধি কমলেও এ হার এশিয়ার মধ্যে সর্বোচ্চ। তবে ২০২১ সালেই তা ফের আটের ঘরে পৌঁছবে।

বিজ্ঞাপন

শুক্রবার এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এডিবি জানায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সারাবিশ্বের গড় প্রবৃদ্ধি কমবে। এবছর এশিয়ায় গড় প্রবৃদ্ধি ২ দশমিক ২ শতাংশ হতে পারে। বিশেষ করে উচ্চ প্রবৃদ্ধির দেশ চীন ও ভারতে বড়সড় ধাক্কা খাবে উৎপাদন খাত। তবে সে তুলনায় বাংলাদেশের অর্থনীতি অনেকটাই ভালো অবস্থানে রয়েছে বলে জানায় এডিবি। আর এতেই এশিয়ায় সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ।

বাংলাদেশে এডিবির পরিচালক মনমোহন প্রকাশ বলেন, বিশ্ব অর্থনীতির মন্দাভাবের এ সময়েও বাংলাদেশের অর্থনীতি ভাল পারফরম্যান্স অব্যাহত রেখেছে। তবে কোভিড-১৯ মহামারির কারণে নিম্নমুখী ঝুঁকিও রয়েছে। বাংলাদেশে উল্লেখ্যযোগ্য প্রাদুর্ভাব দেখা দিলে অর্থনীতিতে এর উল্লেখযোগ্য প্রভাব পড়বে।’

চলতি অর্থবছরে সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে প্রবৃদ্ধি কিছুটা কমলেও তা বৈশ্বিক সঙ্কটের এ সময়ে এশিয়ার গড় প্রবৃদ্ধির চেয়ে অনেক বেশি। উল্লেখ্য, গত বছর এশিয়ার গড় জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছিলো ৫ দশমিক ২ শতাংশ হারে।

বিজ্ঞাপন

এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি) টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর