কলাপাড়ায় করোনাসন্দেহে ২ জনের নমুনা সংগ্রহ
৩ এপ্রিল ২০২০ ২১:০৭
কুয়াকাটা (পটুয়াখালী): জেলার কলাপাড়ায় করোনাভাইরাসের সংক্রমণ সন্দেহে দুই জনের নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে দুই জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। তাদের একজন ২৫ বছর বয়সী নারী স্বাস্থ্যকর্মী ও অপরজন ৩০ বছরের পল্লী বিদ্যুতের এক কর্মচারী।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, স্বাস্থ্যবিভাগ করোনা প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আক্রান্ত সন্দেহে দুই জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর পাঠানো হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মুহাম্মদ শহিদুল হক জানান, সন্দেহভাজন দুই জনের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে। পাশাপাশি তাদের বাড়ি দু’টি লকডাউন করা হয়েছে। এখন পর্যন্ত বিদেশ থেকে কলাপাড়ায় ফিরেছেন ১২৬ জন। এরমধ্যে কোয়ারেনটাইন শেষ করেছেন ৯৮ জন।