Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত


৩ এপ্রিল ২০২০ ২১:১১

চট্টগ্রাম ব্যুরো: ব্রঙ্কাইটিসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া একজন রোগীর শরীরে করোনার নমুনা পাওয়া গেছে। এর ফলে চট্টগ্রামে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগীর সন্ধান মিললো।

শুক্রবার (৩ এপ্রিল) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেজ- বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিায়ার কবির সারাবাংলাকে বলেন, ‘চট্টগ্রামে প্রথম একজন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। তার বয়স ৬৭ বছর। চট্টগ্রাম নগরীর দামপাড়া এলাকায় তার বাসা। করোনা শনাক্ত হওয়ার পর তিনি যে বাসায় থাকেন, সেখানে পুরো ভবন লকডাউন করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। আর ওনার স্বাভাবিক যে চিকিৎসা তা চলবে।’

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ সারাবাংলাকে বলেন, ‘জ্বর, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিসের উপসর্গ নিয়ে ওই রোগি বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাকে শুরু থেকেই আইসোলেশনে রাখা হয়েছে। তাকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে কীভাবে তিনি করোনা আক্রান্ত হয়েছেন সেই হিস্ট্রি আমরা এখনও পাইনি।

বিআইটিআইডি’র ল্যাব ইনচার্জ ডা. শাকিল আহমেদ সারাবাংলাকে বলেন, ‘আজ (শুক্রবার) আমরা ৩১ জনের নমুনা পরীক্ষা করেছি। এখানে শুধুমাত্র একজন পজিটিভি। বিআইটিআইডিতে এ পর্যন্ত আমরা ৮৭ জনের নমুনা পরীক্ষা করেছি। সেখানে প্রথমবারের মতো একজন করোনা রোগী পেয়েছি।’

স্থানীয় চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘দামপাড়ায় করোনা আক্রান্ত রোগী শনাক্তের খবর পাবার পর আমরা এলাকায় এসেছি। সিভিল সার্জন এসে ভবন শনাক্তের পর তা লকডাউন করা হবে। সেখানে পুলিশ মোতায়েন থাকবে। বাসিন্দারা আপাতত কেউ ভবন ছাড়তে পারবেন না।’

এর আগে কক্সবাজারের বাসিন্দা এক রোগীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। ওই রোগী চট্টগ্রাম নগরীতে একদিন অবস্থান করেছিলেন। তখন চট্টগ্রাম নগরীর চান্দগাঁও ও বাকলিয়ায় দুটি ভবন লকডাউন করা হয়েছিল।

করোনা করোনা রোগী করোনাভাইরাস কোভিড-১৯ চট্টগ্রাম টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর