Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে করোনায় নতুন আক্রান্ত ৯, আরও ২ জনের মৃত্যু


৪ এপ্রিল ২০২০ ১২:২৫

ঢাকা: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।  শনিবার (৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরে নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জন। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা ৭০ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে ওঠেছেন ৩০ জন। গত ২৪ ঘণ্টায় ৫৫৩টি নমুনা সংগ্রহ করা হয় ও মোট ৪৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, মৃত ২ জনের মধ্যে এক  জনের বয়স ৯০ বছর এবং অপর জনের ৬৮ বছর। একজনের স্ট্রোক এবং আরেক জনের হৃদরোগে ভুগছিলেন।

নতুন আক্রান্ত ৯ জনের মধ্যে দুই জন শিশু। এছাড়া বাকিদের বয়স  ২০ থেকে ৩০ বছরের মধ্যে দুই জন,  ৫০ থেকে ৬০ বছরের মধ্যেও দুই জন ও ৬০ থেকে ৭০ বছর বয়েসের মধ্যে আরও ২ জন রয়েছেন। এছাড়া আরও একজনের বয়স ৯০ বছর বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

করোনা টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর