রাজধানীতে ছুরিকাঘাতে আহত স্কুল ছাত্রের মৃত্যু
১ মার্চ ২০১৮ ০৯:৪৭ | আপডেট: ১ মার্চ ২০১৮ ০৯:৫০
মেডিকেল করেসপন্ডেন্ট
ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ি কাজলা এলাকায় ছুরিকাঘাতে আহত স্কুল ছাত্র রাকিবুল চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
রাকিবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) আনিসুর রহমান। তিনি জানান, ভোরে রাকিবুল মারা গেছে। পুর্ব শত্রুতার জের ধরে ঘটনাটি ঘটেছে।
আনিসুর রহমান জানান, রাকিবুলের বন্ধু অর্নব কয়েকদিন আগে এক মেয়ে বন্ধুকে নিয়ে কাজলায় ঘুরতে যায়। তখন স্থানীয় এলাকার কয়েকজন ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয়।
এ বিষয়টি নিয়ে বুধবার (২৮ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাকিবুল ও মুন্নাসহ ৬/৭ জন বন্ধু মিলে কাজলা এলাকায় যায়। আগের ঘটনার জের ধরে স্থানীয় এলাকার ওই ছেলেদের সঙ্গে মারামারি হয়।
এক পর্যায়ে তারা রাকিবুল ইসলাম (১৬) ও তার বন্ধু ইমরান হোসেন মুন্নাকে (১৭) ছুরিকাঘাত করে। আহত অবস্থায় রাত ৯টার দিকে তাদেরকে হাসপাতালে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাকিবুল মারা যায়।
রাকিবুল ও মুন্না মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। তাদের বাসা যাত্রাবাড়ির মাতুয়াইল পশ্চিম পাড়ায়।
সারাবাংলা/টিএম