Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে কালবৈশাখির আঘাত, ট্রলারডুবি-বজ্রপাতে ৪ জনের মৃত্যু


৪ এপ্রিল ২০২০ ২১:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: হঠাৎ কালবৈশাখি ঝড়ের ছোবলে কক্সবাজারে লণ্ডভণ্ড হয়ে গেছে ঘর-বাড়ি, গাছপালা। এছাড়া বজ্রপাতে ৩ লবণ চাষী এবং ট্রলারডুবিতে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকালে প্রায় আধ ঘণ্টাব্যাপি কালবৈশাখির তাণ্ডব চলে। এতে কক্সবাজার শহরসহ আশপাশের এলাকার টিনের চাল, ঘর-বাড়ি, সাইনবোর্ড উড়ে যায়্ বিভিন্ন জায়গায় গাছপালাও ভেঙে পড়েছে। বৈদ্যুতিক তার ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগও।

এদিকে কালবৈশাখির সময় বজ্রপাতে মহেশখালীতে নিহত হয় ৩ লবণ চাষী। তারা হলেন- হোয়ানকের নেছার আহম্মদের ছেলে মোহাম্মদ মানিক (১৭), পেকুয়া উপজেলার টৈটং ধনিনিয়া কাটা এলাকার ছৈয়দুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান, জাগিরঘোনা এলাকার জালাল আহমদের ছেলে মো. ফারুক (২৫)।

বিজ্ঞাপন

অন্যদিকে, মহেখালীর সোনাদিয়া পয়েন্টে ট্রলার ডুবিতে নিহত হয়েছেন এক মাছ ব্যবসায়ী। নিহত মাছ ব্যবসায়ীর বাড়ি শহরের সমিতি পাড়ায়।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম জানান, কালবৈশাখির প্রভাবে উপজেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঘরবাড়ি ও গাছপালারও ক্ষতি হয়েছে।

কক্সবাজার কালবৈশাখি কালবৈশাখি ঝড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর