Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাকালীন চিকিৎসায় সোহরাওয়ার্দী হাসপাতালে হটলাইন সেবা চালু


৪ এপ্রিল ২০২০ ২৩:৩৫

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় ঢাকাসহ দেশের বেশিরভাগ মানুষ হোম কোয়ারেনটাইন পালন করছে। এ সময় অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। কিন্তু তারা হাসপাতালে যেতে পারছেন না। আর এ সমস্ত রোগীদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছে পাঁচটি হটলাইন নম্বর। এখন থেকে এই নম্বরগুলোতে যোগাযোগ করে চিকিৎসা পরামর্শ ও করণীয় সম্পর্কে জানা যাবে। এছাড়াও একটি নম্বরে ২৪ ঘণ্টা ভর্তি সংক্রান্ত তথ্য ও টেলিমেডিসিন সেবা দেওয়া হবে।

শনিবার (৪ এপ্রিল) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া।

অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া সারাবাংলাকে বলেন, ‘বৈশ্বিক মহামারী আকার ধারণ করা নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে বাংলাদেশ সরকার এরই মধ্যেই সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই সময়ে অনেকেই আসলে হাসপাতালে যেতে পারছেন না। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সাধারণ রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় আমরা আমাদের হাসপাতালে ওয়ান স্টপ কর্নার চালু করেছি। এখানে যে কেউ চিকিৎসা সেবার জন্য আসতে পারবেন।’

তিনি বলেন, ‘অনেকেই এখন সর্দি-কাশিতে ভুগছেন। এছাড়াও নানা রকম শারীরিক অসুস্থতায় আক্রান্ত হচ্ছেন। যেহেতু দেশে আমরা এখন সামাজিক বিচ্ছিন্নকরণ কর্মসূচি পালন করছি তাই অনেকেই চিকিৎসাসেবা নেওয়ার জন্য ঘরের বাইরে আসতে পারছেন না। তাই জনগণের সুবিধার্থে আমাদের হাসপাতালের পাঁচটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। এই নম্বরগুলোতে যোগাযোগ করে যে কেউ চিকিৎসা পরামর্শ ও করণীয় সম্পর্কে জেনে নিতে পারবেন।’

নম্বরগুলো হলো-

আর. পি মেডিসিন (সকাল ৮টা থেকে বেলা ২টা)– ০১৮৪২১৭৩৫৫২

আর. এস. সার্জারী (সকাল ৮টা থেকে বেলা ২টা)– ০১৮৪২১৭৩৫৫৩

আর. এস. গাইনী (সকাল ৮টা থেকে বেলা ২টা)– ০১৮৪২১৭৩৫৫৪

আর. পি. শিশু (সকাল ৮টা থেকে বেলা ২টা)– ০১৮৪২১৭৩৫৫৬

আর. এস. নাক, কান ও গলা (সকাল ৮টা থেকে বেলা ২টা)– ০১৮৪২১৭৩৫৫৭

এছাড়াও মেডিসিন ও অ্যাডমিশন কক্ষ (২৪ ঘণ্টা)– ০১৮৪২১৭৩৫৫৮ নম্বরে যোগাযোগ করা যাবে।

চালু শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল হটলাইন সেবা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর