ফিভার ক্লিনিকে সেবা নিয়েছেন ৯০ জন, করোনা সন্দেহে ৪৩ নমুনা সংগ্রহ
৪ এপ্রিল ২০২০ ২৩:৩৪
ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফিভার ক্লিনিকে ৯০ জন রোগী এখন পর্যন্ত সেবাগ্রহণ করেছেন। বিশেষ ব্যবস্থাপনায় বেতার ভবনের নিচ তলায় স্থাপিত এই ফিভার ক্লিনিকে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে সেবাগ্রহণ করেছেন।
এর মধ্যে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ সন্দেহে ৪৩ জনের নমুনা সংগ্রহ করে প্রতিষ্ঠানটির ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিএসএমএমইউ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নির্দেশে বিশেষ ব্যবস্থাপনায় ৪ এপ্রিল পর্যন্ত ৪৩ জন রোগীর স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফল স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হচ্ছে।
দেশে করোনায় নতুন আক্রান্ত ৯, আরও ২ জনের মৃত্যু
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস ল্যাবরেটরিতেও বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠান থেকে পাঠানো নমুনা পরীক্ষা করা হচ্ছে।
এদিকে কোভিড-১৯ এর প্রার্দুভাব প্রতিরোধের কারণে সরকার ঘোষিত ছুটিকালীন সময়েও রোগীদের সুবিধার্থে বিএসএমএমইউ’র সকল বহির্বিভাগের কার্যক্রম সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত আগের মতোই চালু থাকবে বলে আদেশ দিয়েছে কর্তৃপক্ষ।