Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পহেলা বৈশাখ পর্যন্ত সাধারণ ছুটি


৫ এপ্রিল ২০২০ ১৪:৫৩

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও বিস্তার ঠেকাতে আগামী ১২ ও ১৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। পরদিন ১৪ এপ্রিলকেও এই ছুটির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এর ফলে আগামী বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ পর্যন্ত সময় সাধারণ ছুটির আওতায় থাকবে।

রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা থেকে এ বিষয়ক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পজ্ঞাপন অনুযায়ী ২৬ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ২০ দিন সাধারণ ছুটি থাকছে দেশে।

বিজ্ঞাপন

উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৪ মার্চ ও ১ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে ঘোষিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় আগামী ১২ ও ১৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হলো। ১৪ এপ্রিল নববর্ষের নির্বাহী আদেশে সরকারি ছুটি এর সঙ্গে সংযুক্ত থাকবে।

আগের মেয়াদের সাধারণ ছুটির মতোই বর্ধিত সাধারণ ছুটিতেও জরুরি পরিসেবাগুলো ছুটির আওতার বাইরে থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়, কৃষি পণ্য, সার, কীটনাশক, জ্বালানি, সংবাদপত্র, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জাম, জরুরি ও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচাবাজার, খাবার, ও ষুধের দোকান ও হাসপাতাল এ ছুটির বাইরে থাকবে। জরুরি প্রয়োজনে অফিস খোলা রাখা যাবে। প্রয়োজনে ওষুধ শিল্প, উৎপাদন ও রফতানিমুখী শিল্প কারখানা চালু রাখা যাবে। মানুষের জীবন জীবিকার স্বার্থে রিকশা-ভ্যানসহ রেল, বাস পর্যায়ক্রমে চালু করা হবে। সীমিত আকারে ব্যাংকিং সেবা চালু রাখতেও বলা হয় প্রজ্ঞাপনে।

এর আগে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গত ২৩ মার্চ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক জরুরি ব্রিফিংয়ে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেন। তিনি বলেন, ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

ওই ঘোষণার পর বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহত থাকায় ঝুঁকি বিবেচনায় সাধারণ ছুটি বাড়ানোর পরামর্শ আসছিল বিভিন্ন মহল থেকে। সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকেও একই পরামর্শ ছিল। এর মধ্যে ৩১ মার্চ সকালে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী নিজেও সাধারণ ছুটি বাড়ানোর ইঙ্গিত দেন। গণভবন প্রান্তে উপস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি আভাস দেন, ৯ এপ্রিল পর্যন্ত সেই ছুটি বাড়তে পারে।

পরে গত ১ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণার প্রজ্ঞাপন জারি হয়। ১০ ও ১১ এপ্রিলের সাপ্তাহিক ছুটিকেও সংযুক্ত করা হয় সাধারণ ছুটির সঙ্গে। এবার ১২ ও ১৩ এপ্রিল সাধারণ ছুটি এবং ১৪ এপ্রিলের নির্বাহী আদেশের ছুটিকে এর সঙ্গে সংযুক্ত করায় টানা ২০ দিন সাধারণ ছুটি থাকবে দেশে।

টপ নিউজ পহেলা বৈশাখ পর্যন্ত ছুটি সাধারণ ছুটি

বিজ্ঞাপন
সর্বশেষ

আরো

সম্পর্কিত খবর