প্রণোদনা ব্যবসায়ীদের বাঁচার আশা জাগিয়েছে: বাংলাক্রাফট
৫ এপ্রিল ২০২০ ২২:৫৬
ঢাকা: এসএমই খাতে প্রণোদনা ঘোষণা করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বাংলাক্রাফট)। রোববার (৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রণোদনা তহবিল হস্তশিল্প উদ্যোক্তাসহ সব ব্যবসায়িদের নতুন করে বাঁচার আশা জাগিয়েছে।
বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি গোলাম আহসান বলেন, ‘ব্যবসায়ীদের ক্ষতির কথা বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী এসএমই খাতে যে প্রণোদনা তহবিল ঘোষণা করেছেন এতে এ খাতের সব উদ্যোক্তা এখন আশার আলো দেখতে পাচ্ছেন বলে আমার বিশ্বাস। তাই প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ ও অভিনন্দন। কারণ তার ঘোষিত প্রণোদনা তহবিল সকল শ্রেণির ব্যবসায়ীদের নতুন করে বাঁচার আশা জাগিয়েছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘মরণব্যাধি করোনাভাইরাসের প্রভাবে বাংলাদেশের হস্তশিল্প এখন বিপর্যস্ত, উদ্যোক্তাদের শত শত ক্রয়াদেশ বাতিল হচ্ছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে রফতানিকারকদের ক্রয়াদেশ বাতিলের পরিমাণ প্রায় ৪০ মিলিয়ন ডলার। এছাড়া স্থানীয় পর্যায়েও হস্তশিল্প উদ্যোক্তারা অবর্ণনীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন।’
প্রাপ্ত তথ্যমতে স্থানীয় বাজারে হস্তশিল্প উদ্যোক্তাদের আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা জানিয়ে আরও বলা হয়, এতে গ্রামীণ জনগোষ্ঠীর লাখ লাখ মানুষের জীবিকা সরাসরি ঝুঁকির মুখে পড়েছে। কারণ প্রতিষ্ঠানগুলো স্থবির হয়ে পড়েছে, যা প্রায় বন্ধ হওয়ার উপক্রম।