Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোববার খোলা ছিল ৩৯৭টি কারখানা, সোমবার খুলছে হা-মীমও!


৫ এপ্রিল ২০২০ ২৩:১১

ঢাকা: ‘পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র অনুরোধের পর শনিবার (৪ এপ্রিল) রাতেই কারখানাগুলোর ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। তবে রোববার দুপুরে জানিয়ে দেওয়া হয় সোমবার থেকে কারখানা চালু থাকবে। কারখানা চালুর এমন সিদ্ধান্তে বিড়ম্বনায় পড়েছি। এছাড়া করোনায় নিরাপত্তা নিয়েও আমরা শঙ্কিত।’- কথাগুলো বলছিলেন গাজীপুরের কালীগঞ্জে অবস্থতি হা-মীম গ্রুপের এক শ্রমিক। একই তথ্য জানিয়েছে হা-মীম গ্রুপের আশুলিয়া শাখার পোশাক শ্রমিকরাও।

বিজ্ঞাপন

এদিকে পোশাক মালিকদের দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ’র অনুরোধকে পাত্তা দেয়নি অনেক কারখানা মালিকই। করোনা ঝুঁকির মধ্যেই দেশের বেশকিছু কারখানা খোলা ছিল রোববার। তবে শ্রমিকদের বিক্ষোভের মুখে কিছু কিছু কারখানা দুপুরের পর ছুটি ঘোষণা করে। একটি শ্রমিক সংগঠনের তথ্যমতে, রোববার অন্তত ৩৮০টি কারখানায় কাজ চলেছে। আর বিজিএমইএ জানাচ্ছে, এদিন ৩৯৭টি কারখানা খোলা ছিল।

সাধারণ ছুটির মধ্যে বেশকিছু গার্মেন্টস খোলা রয়েছে বলে জানিয়েছে একাধিক শ্রমিক সংগঠন। তাদের দেওয়া তথ্যমতে, রোববার চালু থাকা কিছু কারখানা হচ্ছে- মোহাম্মদপুরের ফ্যলকনি ফ্যাশন লি., রুমা ফ্যাশন নিট কম্পোজিট, মিরপুরের জিটা অ্যাপারেল, অ্যাপারেল এক্সেল, অ্যাপারেল লি., গাজীপুরের নিপ্পন, কচুক্ষেতের হা-মীম অ্যাপারেলস লি., অনন্ত গ্রুপের একটি কারখানা, আনামটেক্স, বার্ডটেক্স, নারায়ণগঞ্জের আরকে গ্রুপ, গাজীপুরের বাখরাবাদ নিটিং ইন্ডাস্ট্রি।

জানতে চাইলে সম্মিলতি গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সভাপতি নাজমা আক্তার সারাবাংলাকে বলেন, ‘রোববার অন্তত ৩৮০টি কারখানা চালু ছিল। সে তথ্য আমাদের কাছে রয়েছে। প্যাভিলন গ্রুপ, অনন্ত গ্রুপ, আনামটেক্সসহ অসংখ্য প্রতিষ্ঠান শ্রমিকদের ঝুঁকির মধ্যে ফেলে কারখানা চালু রেখেছে।’

এদিকে বিজিএমইএ’র একজন পরিচালক সারাবাংলাকে জানিয়েছেন, রোববার আশুলিয়া ও সাভারের অন্তত ৩৯৭টি পোশাক কারখানা খোলা ছিল।

জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি সিরাজুল ইসলাম রনি সারাবাংলাকে বলেন, ‘রোববার অনেক কারখানাই চালু ছিল। বিজিএমইএ বা বিকেএমইএ-এর পক্ষ থেকে সরাসরি কিন্তু বন্ধের নির্দেশ দেওয়া হয়নি। মাত্র দুই তিনটি কারখানা পিপিই তৈরি করে। পুরোপুরিভাবেই কারখানা বন্ধের ঘোষণা দেওয়া উচিত ছিল।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘অনেক কারখানায় শ্রমিক ছাটাই হচ্ছে। শ্রমিকদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী ছাড়া কারো ওপর শ্রমিকদের আস্থা নেই। কারখানা বন্ধ চালুর বিষেয়ে আমরা প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করছি।’

এদিকে, শনিবার (৪ এপ্রিল) রাতে বিজিএমইএ’র পক্ষ থেকে ১১ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার আহ্বান জানান সংগঠনটির সভাপতি রুবানা হক। রাতেই এক নোটিশে হা-মীম গ্রুপের পক্ষ থেকে জানানো হয় ১২ এপ্রিল থেকে তাদের কার্যক্রম চলবে। এ সংক্রান্ত নোটিশের একটি অনুলিপি সারাবাংলার হাতে রয়েছে। পরে রোববার দুপুরে শ্রমিকদের ফের জানিয়ে দেওয়া হয় সোমবার থেকে কাজে যোগ দিতে হবে। আশুলিয়া জোনের জন্য জারি করা জরুরি বিজ্ঞপ্তির একটি অনুলিপিও সারাবাংলার হাতে রয়েছে। কালীগঞ্জ ও আশুলিয়ার দুই শাখার একাধিক শ্রমিকও সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন। এছাড়া ভার্চুয়াল ওয়ার্ল্ডে থাকা কিছু প্রমাণও সারাবাংলার হাতে রয়েছে। এসব বিষয়ে জানতে হা-মীম গ্রুপের এমডি এ কে আজাদকে একাধিকবার কল দেওয়া হলে তিনি তা ধরেননি। মোবাইল ফোনে টেক্সট পাঠিয়েও উত্তর পাওয়া যায়নি।

কারখানা খোলার বিষয়ে জানতে হা-মীম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর লেফ. কর্নেল মো. দেলওয়ার হোসাইনকে ই-মেইলে করলেও কোনো উত্তর পাওয়া যায়নি। পরে এক প্রশ্নের উত্তরে হা-মীম গ্রুপের জেনারেল ম্যানেজার (মানবসম্পদ ব্যবস্থপনা) স্বপন কুমার গুহ সারাবাংলাকে বলেন, ‘সোমবার কারখানা খোলা থাকবে।’

বন্ধের নোটিশ দিয়ে ফের কেন কারখানা খোলা রাখা হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। কারখানা খোলার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে।’

জানতে চাইলে বিজেএমইএ সভাপতি রুবানা হক বলেন, ‘আমরা এখনও কারখানা বন্ধ রাখার জন্য অনুরোধ করছি। একদিনে আমাদের সিদ্ধান্তে পরিবর্তন আসার কথা না। আমরা আমাদের সদস্যদের বলছি যথা সময়ে মার্চ মাসের বেতন দেওয়া জন্য। তাদের (কারখানা মালিক) যেকোনো সহায়তা দেওয়ার জন্য আমরা একটি সেল করেছি।’

করোনাভাইরাস টপ নিউজ পোশাক কারখানা বিকেএমইএ বিজিএমইএ হা-মীম

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর