শেরপুরে ২ করোনা রোগী শনাক্ত, হাসপাতাল লকডাউন
৬ এপ্রিল ২০২০ ০১:০২
শেরপুর: প্রথমবারের মতো শেরপুরে ২ করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া। ফলে ওই হাসপাতালটি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি হাসপাতালের সব চিকিৎসক, রোগী ও কর্মচারীদের কোয়ারেনটাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এদিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ছনকান্দা এলাকায় এক গৃহবধূর করোনা শনাক্ত হওয়ায় তার নিজ বাড়ি, শ্বশুরবাড়ি ও রাস্তাসহ ১৫টি বাড়ি লকডাউন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) রাতে করোনাভাইরাসের রিপোর্ট হাতে পাওয়ার পর এমন সিদ্ধান্ত হয়।
জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ জানান, ওই ২ নারীর করোনা উপসর্গের কারণে শনিবার তাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রিপোর্টে তাদের দুজনেরই করোনা পজেটিভ আসে। এ ঘটনায় তাদের জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখার প্রস্তুতি চলছে।